এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজারে চুলকাটা কাঁইচির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় আল-মামুন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। গত ২২ জুলাই বিকালে থানার যোগানিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঁইচির আঘাতের শিকার হয় মামুন। নিহত আল-মামুন যোগানিয়া গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ছেলে। সে স্থানীয় যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আল-মামুনের মামা শেখ আমানত ইসলাম পারভেজ তিনি শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ২২ জুলাই বিকালে মামুন নড়াগাতি থানার যোগানিয়া বাজারে প্রহøাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে যায়। সেখানে একই এলাকার নলিন নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি হয় তার। একপর্যায়ে শিমুল নন্দী হঠাৎ চুলকাটার কাঁইচি দিয়ে মামুনের গলায় আঘাত করে। তার চিৎকার শুনে চাচাতো ভাই ওমর ফাররুক এগিয়ে এলে তাকেও আঘাত করে পালিয়ে যায় শিমুল। স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকালে মামুন মারা যায়।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, এ টনায় এখনও মামলা হয়নি। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক।