মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর জেলার মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমনসহ সার্বিক অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে তার সাহসী ও পেশাদার ভূমিকার জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) যশোর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঘোষণা করেন এবং সার্টিফিকেট প্রদান করেন।
জানা যায়, বাবলুর রহমান খান এর আগে ঝিকরগাছা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে একইভাবে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি লাভ করেন। গত ২৮ মে তিনি মনিরামপুর থানায় যোগদানের পর থেকে সাহসিকতা, নিষ্ঠা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেন।
তার নেতৃত্বে থানার পুলিশ দল সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এবং অপরাধীদের বিরুদ্ধে টানা অভিযান পরিচালনা করে যাচ্ছে। তিনি দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করায় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
ওসি বাবলুর রহমান খান বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে যাবো। মনিরামপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি বদ্ধপরিকর। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”