রাসেল আহমেদ, খুলনা
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলাকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ও মানসিক বিকাশে সহায়ক।”
শুক্রবার (৮ আগস্ট) বিকালে খুলনার রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৈহাটি স্পোর্টিং ক্লাব আয়োজিত ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। অতীতে মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তার জবাব দিয়েছে।”
ফাইনালে মুখোমুখি হয় খুলনা ফুটবল একাডেমি ও ডুমুরিয়া আসাদ ফুটবল একাডেমি। শুরুতেই নিশানের গোলে এগিয়ে যায় খুলনা। তবে দ্বিতীয়ার্ধে সাগর ও শেষ মুহূর্তে ইয়াসিনের গোলে ২-১ ব্যবধানে জয় পায় আসাদ একাডেমি।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইয়াসিন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন সোহাগ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী মো. মঈনুল ইসলাম টুটুল এবং স্বাগত বক্তব্য দেন ক্লাব সভাপতি মো. আব্দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদল নেতা শাহ জামান প্রিন্স।