মাসুদ রানা, চাঁদপুর প্রতিনিধি
১০ নং ওয়ার্ড থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করলেন চাঁদপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি।
৮ আগস্ট শুক্রবার আসর নামাজ শেষে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে নির্বাচনী প্রচারণার কাজ ১০ নং ওয়ার্ড থেকে শুরু হয়।
জে এম সেনগুপ্ত রোড থেকে আদালতপাড়া পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে প্রবেশ করে ছায়াবানী সংলগ্ন আদালতপাড়া মসজিদের পাশ দিয়ে, হাজী মহসিন রোড হয়ে, আলিম পাড়া, প্রতাপ সাহা রোড, পালপাড়া হয়ে নিউ ট্রাক রোড দিয়ে রহমতপুর আবাসিক এলাকা ঘুরে, কালাম খালেক সুশীল শংকর রোড হয়ে বিআইডব্লিউটিএ মোড় গিয়ে, শহীদ জাবেদ সড়ক হয়ে পুনরায় জে এম সেনগুপ্ত রোডে অবস্থিত সভাপতির বাসভবনে এসে শেষ হয়।
এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন:
জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আম বাবু, ডি এম শাহজাহান, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডঃ হারুনুর রশীদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী, কোষাধ্যক্ষ আঃ কাদির বেপারী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, যুব বিষয়ক সম্পাদক বশির আহমেদ খান রিপন, সাবেক দপ্তর সম্পাদক শহিদ উল্লাহ ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন:
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্যাহ পাটোয়ারী, সাধারণ সম্পাদক শহীদ ঢালী, সহ-সভাপতি হাসিম খান, যুগ্ম সম্পাদক ছাহিল খান।
জেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক সোহেল, পৌর ছাত্রদলের সভাপতি শিপন, ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক অয়ন তালুকদার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক কাউছার, সেচ্ছাসেবক দলের সভাপতি মরু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মাহফুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।