শেখ আরিফুজ্জামান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া, দক্ষিণ শ্রীপুর এবং মথুরেশপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কাউন্সিলর পদে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে ভোটগ্রহণ শেষ হয়।
প্রবল বর্ষণের মধ্যেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ৯টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। এক থেকে চার নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ হয়েছে কালিগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে। এসময় আইনজীবী ফোরামের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ভোট পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন।
ভোট কেন্দ্রে সরাসরি উপস্থিত থেকে ভোটারদের উৎসাহ দেন বিএনপির প্যানেল নেতৃত্বদানকারী ও সাবেক কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। তিনি বলেন, “বিএনপি গণমানুষের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। এই ভোটাভুটি তারই প্রমাণ।”
সাতক্ষীরা জেলা মেয়র ও বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতী কেন্দ্র পরিদর্শন করে বলেন, “ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এমন গণতান্ত্রিক ভোট গ্রহণই বিএনপির বড় উপহার জনগণের জন্য। ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন চলবেই।”
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান এবং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ভোট কেন্দ্র পর্যবেক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করেন। সাতক্ষীরা জেলা আইন কর্মকর্তা অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, “সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে ভোট হয়েছে। এমনটা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”
চারটি ওয়ার্ডেই ভোট গণনা শেষে প্যানেল ভিত্তিতে বিজয়ীরা নির্বাচিত হন।
১নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নওসের আলী এবং সাংগঠনিক সম্পাদক খাইরুজ্জামান।
২নং ওয়ার্ডে শেখ মনিরুল ইসলাম, আবুল হাসান ও শেখ নাসির উদ্দিন নির্বাচিত হন।
৩নং ওয়ার্ডে সভাপতি শেখ আব্দুর রহমান বলেন, “এটি কেবল প্যানেল বিজয় নয়, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে বড় দায়িত্ব আমাদের।”
৪নং ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হয়েছেন নূর মোহাম্মদ খান।
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওসার তুহিন উপস্থিত থেকে তথ্য সংগ্রহ ও শুভেচ্ছা বিনিময় করেন।
ভোটের পর সাধারণ ভোটারদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানান খান আব্দুর রহমান, অলিউর রহমান, রফিকুল ইসলামসহ অনেকেই। তারা বলেন, “বহুদিন পর ভোট দিতে পেরে আমরা গর্বিত ও আশাবাদী।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.