যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামের কলোনী পাড়ায় স্ত্রীর ছুড়ে দেওয়া গরম পানিতে ঝলসে গিয়েছে স্বামীর শরীর। শুক্রবার (৮ আগষ্ট) দুপুর আড়াই টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ স্বামী এখন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রাগে ক্ষোভে হাড়িয়াদেয়াড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হাসানুল কবীর (৪৭) এর স্ত্রী শামিমা খাতুন (৩৬) ঘরের মধ্যে শুয়ে থাকা অবস্থায় পাতিলে থাকা গরম পানি তার স্বামীর শরীরের উপর ঢেলে দেয়। গরম পানিতে হাসানুল এর শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়। তার চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
অবস্থা খারাপ থাকায় সেখানকার চিকিৎসকরা তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাসানুল যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।