মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে করোনায় কর্মহীন পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের মাধ্যমে কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ত্রান সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
ত্রান সামগ্রী বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল, কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন ,ইউপি সদস্য রেজাউল শেখ, ইলিয়াছ শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
করোনায় ও লকডাউনের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন এমন চায়ের দোকানদার, ভ্যান চালক, ইজিবাইক চালক, সেলুনকর্মী রেস্টুরেন্ট কর্মী সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রী পক্ষ থেকে ত্রান বিতরণ করা হয়েছে। আজ উপজেলার ৪ টি ইউনিয়নে মোট ৪১৪ প্যাকেট ত্রান সামগ্রী বিতরণ করেন। পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়নে এই ত্রান বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, করোনায় কর্মহীন কোন পরিবারবার না খেয়ে থাকবেনা। যারা এই তালিকায় মধ্যে নেই বা বাদ পড়েছেন এমন কোন পরিবার থাকলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে আমরা তাঁর বাড়িতে ত্রান পেীছে দেব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.