মাসুদ রানা, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের উদ্বোধনে পৌর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মধ্য ইচলী খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে পৌরসভার ১১নং ওয়ার্ডের মধ্য ইচলী পাঁকা মসজিদ সংলগ্ন খালের কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন অ্যাড. সলিম উল্লাহ সেলিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মেজর জিয়াউর রহমান ক্ষমতায় এসে স্বেচ্ছাশ্রম চালু করেছিলেন, যার ফলে খাল খনন ও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। বর্তমান সরকার গত ১৬ বছরে অবৈধভাবে খাল, বিল, ডোবা-নালা ভরাট করেছে, যা জনদুর্ভোগ বাড়িয়েছে। খাল পরিস্কার হলে মশার উপদ্রব কমবে ও এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে।”
পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি জানান, কয়েকদিন আগে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এলাকা পরিদর্শনে এসে খালটি অপরিস্কার দেখে স্বেচ্ছাশ্রমে পরিস্কারের নির্দেশ দেন। সেই নির্দেশ বাস্তবায়নে এ কার্যক্রম শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্যসচিব অ্যাড. হারুনুর রশিদ, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাছির আহমেদ ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.