মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
জয়পুরহাটের কালাই পৌর শহরের তালুকদারপাড়া মহল্লায় গ্রিল কেটে বাড়িতে ঢুকে সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবের ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তাসহ পরিবারের চার সদস্যকে হাত-পা ও চোখ বেঁধে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পৌর শহরের তালুকদারপাড়া মহল্লায় নাফসি তালুকদারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার সকালে কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৭-৮ জনের একটি ডাকাত দল বাড়ির পেছনের দিক থেকে গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর তারা দ্বিতীয় তলায় উঠে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। হাত-পা ও চোখ বেঁধে গৃহকর্তা নাফসি তালুকদার, তার স্ত্রী ও সন্তানদের মারধর করে এবং হত্যার হুমকি দেয়।
ডাকাতরা ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে আলমারির ড্রয়ার থেকে এক লাখ বিশ হাজার টাকা, দশ ভরি স্বর্ণালংকার এবং চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। প্রায় ৪৫ মিনিট ধরে তারা বাড়ির ভিতরে তাণ্ডব চালায়। ডাকাত দল চলে যাওয়ার পর গৃহকর্তার চিৎকারে প্রতিবেশীরা এসে বাঁধন খুলে দেয়।
গৃহকর্তা নাফসি তালুকদার বলেন, “ডাকাতরা সবাই মুখোশ পরা ছিল। তাদের হাতে চাপাতি ও রড ছিল। কিছু বলার আগেই আমাদের বেঁধে ফেলে। তারা চলে যাওয়ার পর আমরা চিৎকার করি।”
প্রতিবেশী সোহেল তালুকদার বলেন, “আমার ৫০ বছরের জীবনে এই এলাকায় এ ধরনের ঘটনা কখনও ঘটেনি। এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা পূর্বশত্রুতার জেরেও হতে পারে।”
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে রোববার সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”