ধামরাই (ঢাকা) প্রতিনিধি, মিলন সিদ্দিকী
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ আগস্ট) সকালে ধামরাই বাজারে এ মানববন্ধন হয়। এতে ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় কণ্ঠস্বর অনলাইনের প্রতিনিধি আ. কাদের বলেন, “সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।”
মানববন্ধনে ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি আব্দুল রশিদ তুষার বলেন, “আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।”
এ সময় উপস্থিত ছিলেন— ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি আবু হাসান, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, দৈনিক সমকালের প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মিজানুর রহমান, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক মনোয়ার হোসেন রুবেল, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আব্দুর রউফ, চ্যানেল এস-এর প্রতিনিধি রাসেন হোসেন, আরটিভির প্রতিনিধি রাজিউল হাসান পলাশ প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।