নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বাগেরহাটের কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় কচুয়া প্রেসক্লাবের সামনে উপজেলা গেট সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত ও মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। একইসঙ্গে সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের জোর আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক খান জাহান পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শেখ আবু সাঈদ, বাসস-এর বাগেরহাট জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন, কচুয়া প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক গণকথার শেখ শহিদুল ইসলাম, খুলনা টাইমস ২৪ এর সাইফুল ইসলাম, প্রতিদিনের কথার শিকদার সাইদুল ইসলাম, দৈনিক প্রভাত এর খান সুমন, দৈনিক মানবকণ্ঠ এর রাকিবুল হাসান, আনন্দ টিভির এসএম হুমায়ুন, দৈনিক মানবাধিকার প্রতিদিন এর ইমরান হোসাইন, সাংবাদিক শরিফুল ইসলাম, নয়া দিগন্ত এর মাল্টিমিডিয়া প্রতিনিধি তারিকুজ্জামান মুন্না, দৈনিক সংবাদ চিত্র এর শেখ রাসেল, জেটিভি বাংলার শেখ মুন্না, নন্দিত টিভির মেহেদী হাসান, মানবাধিকার খবর এর রাকিব হোসাইনসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.