আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
গাজীপুরে “দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম, নৃশংসভাবে হত্যার ঘটনা ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব সংলগ্ন চত্বরে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।
এতে দুর্গাপুর উপজেলা ছাড়াও জেলার প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান), সহ-সভাপতি আবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল নবী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সিনিয়র সাংবাদিক মিজান মাহী, সিনিয়র সাংবাদিক মোফাজ্জল হোসেন (মায়া), রাজু আহম্মেদ, শফিকুল ইসলাম স্বপন, আশরাফুল ইসলাম, আলামিন, মুন্না ইসলাম আগুন, শাহিন আলী, মমিন হোসেন, মনিরুল ইসলাম, আকাশ, ফায়সাল মাহামুদ, সোহানুর রহমান, নাহিদ, রাকিবুল ইসলাম প্রমুখ।