আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে হাসিবুল হত্যা মামলার জেরে জামিনে মুক্ত ওয়াজেদ আলী (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ আলী ওই গ্রামের মৃত দলিমুদ্দিনের ছেলে। গ্রেফতার নাসরিন বেগম (৩৫) একই গ্রামের আরিফ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ মে একই গ্রামে মারামারির ঘটনায় হাসিবুল নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় পরদিন হত্যা মামলা হয় (মামলা নং-১৩), যেখানে ওয়াজেদ আলী ছিলেন ৭ নম্বর এজাহারনামীয় আসামি। এক মাস আগে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় ফিরে আসেন।
রবিবার সকালে ছেলে মাসুম আলী (২৮)কে নিয়ে নিজের পানের বরজে কাজ করছিলেন ওয়াজেদ আলী। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ওয়াজেদের মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয় এবং ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগম (৫৭) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াজেদ আলী।
আহত লাইলী বেগম অভিযোগ করে বলেন, “জামিনে আসার পর থেকেই প্রতিপক্ষ আমাদের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন পানের বরজে গিয়ে স্বামী ও ছেলেকে হত্যার চেষ্টা করে, আমাকেও মারধর করে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা চালায়।”
দুর্গাপুর থানার তদন্ত (ওসি) রফিকুল ইসলাম জানান, “পূর্বের একটি হত্যাকাণ্ডের জেরে এ হামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।”