Nabadhara
ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বাসচা/পায় ভিক্ষুকের মৃ/ত্যু

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ছলিম উদ্দিন সরদার (৭৭) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাট চকগৌরী বাজারে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছলিম উদ্দিন সরদার নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের শৈলকোপা গ্রামের মৃত গ্যানা সরদারের ছেলে। পেশায় তিনি একজন ভিক্ষুক।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতো তিনি সকালে ভিক্ষা করতে হাট চকগৌরী বাজারে আসেন। সেখানে রাস্তার দক্ষিণ পাশের দোকানগুলো থেকে ভিক্ষা নিয়ে উত্তর পাশে আসার সময় নওগাঁ থেকে নওহাটাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে হঠাৎ ধাক্কা লাগে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে রাস্তায় পড়ে যান তিনি।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, “দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানেই তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।