যবিপ্রবি প্রতিনিধি: রায়হান আহমদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১১ আগস্ট)। রবিবার (১০ আগস্ট) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামীকাল সোমবার (১১ আগস্ট)। একই দিনে বিভাগের ওরিয়েন্টেশন নিজ নিজ বিভাগে অনুষ্ঠিত হবে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে আগামী ২৩ আগস্ট, শনিবার, সকল বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যবিপ্রবির মেরিট লিস্টভুক্ত ৯৪০টি আসনের মধ্যে ৯২১টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। এখনও ১৯টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসন পূরণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.