যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো সংযোজিত হয়েছে অত্যাধুনিক ডিআর (ডিজিটাল রেডিওগ্রাফি) এক্সরে মেশিন। এখন থেকে মাত্র তিন মিনিটেই রোগীরা হাতে পাবেন এক্সরে রিপোর্ট। মঙ্গলবার (১২ আগস্ট) থেকে পুরোদমে মেশিনটির কার্যক্রম শুরু হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আগে এখানে চারটি ডিজিটাল এক্সরে মেশিন থাকলেও নতুন যুক্ত হওয়া ৫০০এমএ ক্ষমতাসম্পন্ন ডিআর মেশিনটি প্রযুক্তিগতভাবে আরও উন্নত। ডাবল ডিটেক্টর সুবিধার কারণে এক্সপোজের সঙ্গে সঙ্গেই ছবি দেখা যাবে এবং কয়েক মিনিটের মধ্যে প্রিন্ট সরবরাহ করা সম্ভব হবে। মেশিনটির দাম কোটি টাকার বেশি এবং এটি কমপক্ষে ১০ বছর সেবা দিতে সক্ষম।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, রোগীরা সরকার নির্ধারিত ২০০ টাকা খরচে উন্নতমানের এক্সরে করাতে পারবেন। এনালগ মেশিনে যেমন রিপোর্ট পেতে সময় লাগত, নতুন ডিআর মেশিনে তেমন দেরি হবে না।
রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু সাঈদ বলেন, “ডিজিটাল ডিআর এক্সরে মেশিন স্থাপনের মাধ্যমে যশোরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। রোগীদের আর বেসরকারি ক্লিনিকে ছুটতে হবে না; সরকারি হাসপাতালেই কম খরচে উন্নতমানের এক্সরে করা যাবে।”
এক্সরে টেকনেশিয়ান মৃত্যুঞ্জয় রায় জানান, দ্রুত রিপোর্ট দেওয়ার কারণে এক্সরের পরিমাণও বাড়বে। এর আগে হাসপাতালটিতে ১২৮ স্লাইসের আধুনিক সিটিস্ক্যান মেশিনও সংযোজন করা হয়, যা খুলনা বিভাগে একমাত্র।
রোগীরা জানিয়েছেন, এই প্রযুক্তি তাদের সময় ও খরচ দুটোই বাঁচাবে, পাশাপাশি একই দিনে চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফেরার সুযোগ তৈরি করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.