Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পরিত্যক্ত ব‍্যাগে মিলল দেশীয় পি/স্তল, পা/ইপগান ও গু/লি

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল, একটি পাইপগান এবং পাঁচ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে ফুলতলা থানাধীন পয়গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুক্ত রায় চৌধুরী জানান, সম্মানিত খুলনা জেলা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন স্যারের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, পয়গ্রাম এলাকার মৃত মোহাম্মদ ফকিরের ছেলে হাসানুর ফকিরের বাড়ির উত্তর পাশে একটি তালগাছের গোড়ায় পরিত্যক্ত অবস্থায় রাখা একটি ব্যাগ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে ছিল একটি দেশীয় তৈরি পিস্তল, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড বন্দুকের গুলি।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি।

তিনি বলেন, “অস্ত্র উদ্ধারের এই অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। খুলনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় আমরা সর্বদা সক্রিয় রয়েছি। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।