যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর থেকে লিমন (১৭) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) রাতে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা ফারাজিপাড়া বিলপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম।
নিহত লিমনের বাড়ি নওয়াপাড়া পৌরসভার জগ বাবুর মোড়ে। তিনি একজন অটো ভ্যান চালক এবং জগ বাবু মোড় এলাকার কাসেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার গভীর রাতে হত্যাকারীরা তাকে গাছে বেঁধে হত্যা করে বিলের মধ্যে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। তার কাছ থেকে অটো ভ্যান, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
প্রতিবেশীরা জানান, লিমন ছিলেন পরিশ্রমী, সৎ ও অসহায় মানুষ। রোদ-বর্ষা উপেক্ষা করে সংসারের হাল ধরতেন। তার কষ্টার্জিত অর্থের জন্যই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অপরাধীরা এখনো ধরা পড়েনি এবং এতে অভয়নগরের মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের ভাইয়ের সঙ্গে কথা বলা হয়েছে। কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”
উল্লেখ্য, অভয়নগরে গত দুই মাসে এটি পঞ্চম খুনের ঘটনা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.