Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঘাসের বিষে নষ্ট কুলিয়ারচরের কৃষকের ৪ একর ধানের বীজতলা, নিঃস্ব বৃদ্ধের কান্না

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে এক দুঃখজনক ঘটনা ঘটেছে। কৃষক কুদ্দুস (৬৫) নামের বৃদ্ধের চার একর জমির ধানের বীজতলা অজ্ঞাত কারো ছিটানো ঘাসের বিষের কারণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

 

সোমবার (১১ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে গেলে দেখা যায়, সবুজে ভরা হওয়ার কথা বীজতলা এখন কেবল হলুদ হয়ে শুকিয়ে যাওয়া ধানের চারা নিয়ে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক কুদ্দুস কান্না জড়িত কণ্ঠে বলেন, “বীজতলা নষ্ট করে আমার মনে যে আঘাত দিয়েছে, এখন আমি কী করব? এর চেয়ে মৃত্যুই ভালো ছিল। আমি নিঃস্ব হয়ে গেছি।”

 

পার্শ্ববর্তী কৃষক রতন মিয়া জানান, দুষ্কৃতিকারীরা কে তা জানা না গেলেও এই ক্ষতি অপূরণীয়।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন বলেন, তিনি বিষয়টি আগে জানতেন না, তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এটি একটি দুঃখজনক ঘটনা এবং ফৌজদারি অপরাধ। তিনি দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেনেছেন এবং থানায় অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।