কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে এক দুঃখজনক ঘটনা ঘটেছে। কৃষক কুদ্দুস (৬৫) নামের বৃদ্ধের চার একর জমির ধানের বীজতলা অজ্ঞাত কারো ছিটানো ঘাসের বিষের কারণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে গেলে দেখা যায়, সবুজে ভরা হওয়ার কথা বীজতলা এখন কেবল হলুদ হয়ে শুকিয়ে যাওয়া ধানের চারা নিয়ে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক কুদ্দুস কান্না জড়িত কণ্ঠে বলেন, “বীজতলা নষ্ট করে আমার মনে যে আঘাত দিয়েছে, এখন আমি কী করব? এর চেয়ে মৃত্যুই ভালো ছিল। আমি নিঃস্ব হয়ে গেছি।”
পার্শ্ববর্তী কৃষক রতন মিয়া জানান, দুষ্কৃতিকারীরা কে তা জানা না গেলেও এই ক্ষতি অপূরণীয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন বলেন, তিনি বিষয়টি আগে জানতেন না, তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এটি একটি দুঃখজনক ঘটনা এবং ফৌজদারি অপরাধ। তিনি দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেনেছেন এবং থানায় অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.