Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

Link Copied!

সিফাত আহমেদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে নানা কর্মসূচির মাধ্যমে। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।

 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসারের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং ইমপ্যাক্ট প্রকল্পের ব্যাগ বিতরণের মাধ্যমে দিবসটি পালিত হয়।

 

পরবর্তী অংশে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন মোল্লার সঞ্চালনায় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে মোট ৩ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) আনিছুর রহমান, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ মুছা, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক আলি হায়দার, নারী উদ্যোক্তা ও সাংবাদিক ফারজানা আক্তারসহ অন্যান্য যুবসমাজ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।