আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট সকালে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী। “প্রযুক্তি নির্ভর যুব, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি” প্রতিপাদ্যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুন্তাহা এবং দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন, রেড জুলাই কমিটির জেলা যুগ্ম আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র আন্দোলনের জেলা নেতা রায়হান কবির, ছাত্র শিবিরের দেবহাটা উপজেলা সভাপতি আশিকুজ্জামান, আমাদের টিমের সভাপতি শেখ মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার মোট ২৩ জন যুবক ও যুবতীকে ২১ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়। সভায় বক্তারা এই ঋণের যথাযথ ব্যবহার করে নিজেদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখার আহ্বান জানান।