মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় এবং সারাদেশে সাংবাদিকদের উপর গুম, খুন, মামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিরামপুরের ঢাকা মোড়ে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ কর্মসূচিতে বিরামপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা ও সাংবাদিক নিরাপত্তা আইন দ্রুত কার্যকর করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা মানে কেবল একজন মানুষকে হত্যা নয়—এটি সত্য এবং স্বাধীন সাংবাদিকতাকে হত্যার শামিল। যদি দ্রুত বিচার না হয়, তাহলে সারাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ঢাকা মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,বিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম
বিরামপুর কলাবাগান প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মণ্ডল প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোর্শেদ মানিক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুল হক সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক বিরামপুর মহিলা কলেজের প্রভাষক মুশফিকুর রহমান চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক মুশফিকুর রহমান লিটন প্রবীণ সাংবাদিক রফিকুল ইসলাম সাংবাদিক আজহার ইমাম, মোসলেম উদ্দিন, সাসামিউল ইসলাম, ইব্রাহীম মিঞাসহ আরও অনেকে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,তুহিন হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিলম্ব হলে দেশের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। সত্যকে রক্তে ভাসিয়ে দেওয়ার যে কোনো চেষ্টাকে প্রতিরোধ করা হবে কলম ও জনগণের শক্তি দিয়ে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.