Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর দুর্গাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)
আগস্ট ১২, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীর দুর্গাপুরেও নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে যুব র‍্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, সফল যুব উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান, যুব সংগঠনকে নিবন্ধন সনদ বিতরণ এবং প্রশিক্ষণ ব্যাচ উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা এবং সঞ্চালনা করেন জিন্না সরকার।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, আইসিটি অফিসার মেহেদী হাসান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম, উদ্যোক্তা আব্দুর রহিমসহ স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। তাদের কর্মক্ষমতা ও সৃজনশীলতা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। মাদক ও জঙ্গিবাদ থেকে যুবসমাজকে দূরে রেখে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে। যুবকদের কর্মযজ্ঞের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।