Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় গরুর গাড়িতে চড়িয়ে অফিস সহায়ককে বিদায়

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
আগস্ট ১২, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)

নওগাঁর মান্দায় অবসরে যাওয়া এক অফিস সহায়ককে গরুর গাড়িতে চড়িয়ে বিদায় জানান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলার সাহাপুর ঢোলপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মমতাজুল ইসলামকে এ অনন্য বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

 

বিদায় উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন, জেলা বিদ্যালয় পরিদর্শক নাজমুল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপন, ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার প্রমুখ।

 

আয়োজকরা জানান, মমতাজুল ইসলাম দীর্ঘদিন বিদ্যালয়ে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন। তার বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে গরুর গাড়িতে চড়িয়ে বিদায় জানানোর আয়োজন করা হয়।

 

প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপন বলেন, “চাকরি জীবনের অবসর সবার জন্যই অবশ্যম্ভাবী। আজ আমরা কষ্টের সঙ্গে মমতাজুল ইসলামকে বিদায় জানাচ্ছি। তার প্রতি সম্মান ও ভালোবাসার প্রকাশ হিসেবেই এ ব্যতিক্রমী আয়োজন।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।