Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড় ঘরে ঘরে জ্বর কাশি ও সর্দির প্রকোপ

MEHADI HASAN
জুলাই ৯, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:

বাগেরহাটের চিতলমারীতে সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের আশষ্কাজনক হারে রোগীর ভিড় দেখা দিয়েছে। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি ও কাশির প্রকোপ । পাড়া মহল্লায় সব বয়াসি মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হওয়া বেশীরভাগ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ও গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে উপজেলার হাটবাজারে গড়ে ওঠা ফার্মেসির দোকান গুলোতে প্যারাসিটামল ও এন্টিবায়েটিক জাতীয় ওষুধের চাহিদা দেখা দিয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি অনেকে গোপন রেখে পারিবারিক ভাবে গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা নিয়ে ওষুধ সেবন করছেন।হোম কোয়ারেন্টাইন ও বাড়ি লকডাউন পরিস্থিতি এড়াতে করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে চাননা তারা। এতে করোনা সংক্রমণ বহুগুনে বেড়ে যাওয়ার আশষ্কা দেখা দিয়েছে।

খোজ নিয়ে জানাগেছে , গত কয়েক সপ্তহ ধরে হঠাৎ করে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে বিভিন্ন বয়াসী মানুষের জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুসহ বিভিন্ন বয়সের আক্রান্ত হওয়া ওইসব রোগীরা চিকিৎসা সেবা নিতে আসছেন। আবার অনেকে গোপনীয় ভাবে বাড়িতে থেকে ওষুধ কিনে খাচ্ছেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান জানান, সময়টা ভাল যাচ্ছেনা। তাই যাদের জ্বরসহ সর্দি কাশি আক্রান্ত হয়েছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত। এছাড়া ঘরে পুরোপুরি বিশ্রামে থাকার পাশাশি তরল জাতীয় খাবার ও বিভিন্ন ফলমুল খাওয়া এবং চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিতে পরমর্শ দেন তিনি। এ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার কোন ত্রুটিটি নেই। সাধ্যমতো আগত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন বলে এ কর্মকর্তা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।