শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের আশষ্কাজনক হারে রোগীর ভিড় দেখা দিয়েছে। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি ও কাশির প্রকোপ । পাড়া মহল্লায় সব বয়াসি মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হওয়া বেশীরভাগ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ও গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে উপজেলার হাটবাজারে গড়ে ওঠা ফার্মেসির দোকান গুলোতে প্যারাসিটামল ও এন্টিবায়েটিক জাতীয় ওষুধের চাহিদা দেখা দিয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি অনেকে গোপন রেখে পারিবারিক ভাবে গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা নিয়ে ওষুধ সেবন করছেন।হোম কোয়ারেন্টাইন ও বাড়ি লকডাউন পরিস্থিতি এড়াতে করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে চাননা তারা। এতে করোনা সংক্রমণ বহুগুনে বেড়ে যাওয়ার আশষ্কা দেখা দিয়েছে।
খোজ নিয়ে জানাগেছে , গত কয়েক সপ্তহ ধরে হঠাৎ করে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে বিভিন্ন বয়াসী মানুষের জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুসহ বিভিন্ন বয়সের আক্রান্ত হওয়া ওইসব রোগীরা চিকিৎসা সেবা নিতে আসছেন। আবার অনেকে গোপনীয় ভাবে বাড়িতে থেকে ওষুধ কিনে খাচ্ছেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান জানান, সময়টা ভাল যাচ্ছেনা। তাই যাদের জ্বরসহ সর্দি কাশি আক্রান্ত হয়েছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত। এছাড়া ঘরে পুরোপুরি বিশ্রামে থাকার পাশাশি তরল জাতীয় খাবার ও বিভিন্ন ফলমুল খাওয়া এবং চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিতে পরমর্শ দেন তিনি। এ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার কোন ত্রুটিটি নেই। সাধ্যমতো আগত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন বলে এ কর্মকর্তা জানান।