Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সোনাগাজীতে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

 

ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের উপজেলা সমন্বয়কারী মোঃ বায়জিদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য আঞ্জুমান আরার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রাসেল আহমেদ, সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সোনাগাজী উপজেলা কমিটির সমন্বয়কারী শেখ আবদুল হান্নান।

 

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কামিল মাদ্রাসা প্রাঙ্গনে দুটি ফল গাছের চারা রোপণের মাধ্যমে।

 

অনুষ্ঠানে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য মোর্শেদ আলম, জহিরুল ইসলাম জুলাস, জাহেদুল ইসলাম, রাকিব হোসেন রাজু, নুর উদ্দিন শুভ, নুর হোসেন, মেহের আফরোজ, মারজাহান ও আঁখি আক্তার উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।