কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সুধীজনদের নিয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কালাই সাংবাদিক পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন দৈনিক করতোয়া’র কালাই উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইহান আলী, কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মুনছুর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল করিম।
সভাটি সঞ্চালনা করেন কালাই সাংবাদিক পরিষদের কোষাধক্ষ্য ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আব্দুল বাতেন। এছাড়া কালাই সাংবাদিক পরিষদের সহসভাপতি ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি সাজ্জাদুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি রায়হান আলী, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোকাররম হোসাইন, নাগরিক টিভির প্রতিনিধি মাহফুজুর রহমানসহ আরও অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দৈনিক করতোয়া পত্রিকার সুনাম অক্ষুন্ন রাখতে এবং সম্পাদক মোজাম্মেল হকসহ করতোয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর কেক কেটে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.