আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ার নয়াপাড়া কৈট্টা এলাকায় একটি মেহেগুনী গাছের বাগান থেকে ৮ জন জুয়ারিকে নগদ টাকা ও তাসসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা ডিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের নির্দেশনায়, ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) মোঃ আবুল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।
গত ১২ আগস্ট ২০২৫ খ্রিঃ, বিকাল ৫টা ৫৫ মিনিটে সাটুরিয়া থানার নয়াপাড়া কৈট্টা এলাকায় জনৈক বলাইয়ের মেহেগুনী বাগানের ফাঁকা জমি থেকে জুয়া খেলার সময় ৮ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন:
মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা- দরবেশ আলী,
সাং- গোলড়া পূর্বপাড়া, সাটুরিয়া। মোঃ মোশারফ হোসেন ওরফে কালা (৪৬), পিতা- মৃত কফিল উদ্দিন, সাং- হাতকুরা, ধামরাই, ঢাকা।
ফজলুল হক ওরফে ফজল (৩৮), পিতা- আঃ সামাদ, সাং- কামতা, সাটুরিয়া।
মোঃ সুরুজ মিয়া (৩২), পিতা- মৃত হোসেন আলী, সাং- গোলড়া মধ্যপাড়া, সাটুরিয়া।
মোঃ আক্তার হোসেন (৩৭), পিতা- মৃত আঃ সামাদ মিয়া, সাং- গোলড়া পূর্বপাড়া, সাটুরিয়া।
শাকিল মোল্লা (৩৮), পিতা- মৃত ভোলাই মোল্লা, সাং- কামতা (গোলড়া), সাটুরিয়া।
মোঃ শাহীনুর রহমান শাহীন (৩৯), পিতা- মোঃ আলম বেপারী, সাং- কামতা, সাটুরিয়া।
বিজন সরকার (৩২), পিতা- অজিত সরকার, সাং- বাগাতিপাড়া, নাটোর; বর্তমানে পাইকপাড়া, সাটুরিয়া এলাকায় ভাড়াটিয়া।
অভিযান চলাকালে জুয়ার আসর থেকে ৪ সেট তাস এবং নগদ ৫,৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।