আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে মানববন্ধন থেকে সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ দেশের সব সাংবাদিক হত্যার বিচার দাবি করা হয়।
সিংগাইর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ভাষা শহীদ রফিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লা।
বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক খুন, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। কিন্তু কোনো সরকারই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ।
তারা বলেন, সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং পুরো সাংবাদিক সমাজের ওপর একটি সরাসরি হামলা।
বক্তারা দ্রুত সাংবাদিকদের জন্য নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সদস্য বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, আই টিভির আঃ গফুর, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, আনন্দ টিভির মোশারফ মোল্লা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, মোভি বাংলা টিভির ছানোয়ার হোসেন, নববণীর কামরুল হাসান ও ভোরের আওয়াজের সাকিব হাসানসহ স্থানীয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।