মো. সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ২০২০ সালের ১০ অক্টোবর নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি ও ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া ভারত পালিয়েছেন।
মামলার যুক্তিতর্ক শেষ হয়ে যেকোনো দিন রায় ঘোষণার কথা থাকলেও গত ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান আকবর। ৯ আগস্ট সিলেট কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিহত রায়হানের মা আশঙ্কা প্রকাশ করেছিলেন, তিনি দেশ থেকে পালাবেন।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে আখাউড়া সীমান্ত দিয়ে তার ভারত পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। এ ঘটনায় বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।
২০২০ সালের ওই ঘটনায় ভারত পালানোর চেষ্টা করার সময় কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। মামলার অন্য আসামিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে, একজন ফ্রান্সে এবং দু’জন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।
রায়হান হত্যা মামলায় পিবিআই ২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে এসআই আকবরকে প্রধান আসামি এবং এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন ও সাংবাদিক আবদুল্লাহ আল নোমানকে আসামি করা হয়।