দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন রনি (৩০) নামে এক চিহ্নিত চোর। বুধবার ভোররাতে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৩টার দিকে কৃষক আসলাম আলীর বাড়িতে প্রবেশ করে দরজা খুলে চুরির চেষ্টা করে রনি। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে গ্রাম পাহারাদার ও এলাকাবাসী এসে তাকে ধরে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দেয়।
পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় সে।
পলাতক রনি একই ইউনিয়নের হরিণগাছি গ্রামের রহমত মণ্ডলের ছেলে এবং স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, শীর্ষ নেতাদের সুপারিশে তাকে পালাতে সহায়তা করা হয়েছে।
দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিন্টু জানান, সাম্প্রতিক সময়ে গ্রামে প্রায় রাতেই চুরি হচ্ছে এবং রনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারও রনির রাজনৈতিক পরিচয় স্বীকার করে বলেন, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা উচিত।
দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, চুরি করতে গিয়ে চোর আটক হওয়ার বিষয়টি জেনেছেন। হাসপাতাল থেকে তার পালিয়ে যাওয়ার ঘটনাও সত্য। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।