ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিক্রির দায়ে সুমী বেগম (আজিজ মিয়ার স্ত্রী) নামে এক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগস্ট) সকালে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এ দণ্ডাদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীরপাড়ার বাসিন্দা সুমী বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতে কালিকচ্ছ এলাকায় মাদক বিক্রির সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তিনি মাদক বিক্রির বিষয়টি স্বীকার করলে আদালত এ রায় দেন।
এ তথ্য নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।