সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮টি কেন্দ্রের জন্য ১৬৭ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৬৫টি আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল হয় এবং বৈধ আবেদন থাকে ১০২টি। এর মধ্যে ৪টি কেন্দ্রে একক আবেদন থাকায় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ডিলার নিয়োগ দেওয়া হয়। বাকি ৯৮টি আবেদন থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ২২টি কেন্দ্রে ডিলার চূড়ান্ত করা হয়। তবে যোগ্য প্রার্থী না থাকায় ২টি কেন্দ্রে ডিলার নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।
নিয়োগপ্রাপ্ত ১০ নং নুরুলাবাদ ইউনিয়নের এক ডিলার বলেন, “উন্মুক্ত লটারির মাধ্যমে সুযোগ পাওয়ায় আমি আনন্দিত। উপজেলা প্রশাসন স্বচ্ছভাবে প্রক্রিয়া সম্পন্ন করায় ধন্যবাদ জানাই।”
লটারি অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।