টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে পৌর ছাত্রদলের আহ্বায়ক করার ঘটনায় টুঙ্গিপাড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রায়হান হাবীব ইয়েন ২০১৯ সালে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের নুরুল-নাজমুল কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।সে সময়ের
আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি এবং পদে থাকার প্যাডের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, রায়হান হাবীব ইয়েন ছাত্রলীগের নিবেদিত প্রাণ ছিলেন এবং বিভিন্ন সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া আগমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নিজ উদ্যোগে তোরণ, ফেস্টুন ও ব্যানার বানাতেন ।তার এভাবে দল পরিবর্তনের কারণ জানা নেই বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে নবনিযুক্ত আহ্বায়ক রায়হান হাবীব ইয়েন কোনো মন্তব্য করতে রাজি হননি।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন বলেন, এই কমিটি অনুমোদন কেন্দ্রীয়ভাবে হয়েছে এবং জেলা ছাত্রদল এ বিষয়ে অবগত ছিল না। তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আছে যারা দলের প্রতি নিবেদিত এবং দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছে তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের দলে ছাত্রলীগ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেওয়া হবে না।”
তিনি আরও জানান, রায়হান হাবীব ইয়েনের ছাত্রলীগে থাকার কিছু পোস্টার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেখেছেন।