Nabadhara
ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে গলায় ওড়না পেচিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, চিতলমারী
আগস্ট ১৩, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে এক প্রবসীর স্ত্রী ঝুমা গাইন (২৪)ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছেন।

(১৩আগস্ট) তার স্বামীর বাড়ি চিতলমারীর শিবপুর ইউনিয়নের শিবপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ঝুমা গাইন সিঙ্গাপুর প্রবাসী সুব্রত মন্ডলের স্ত্রী ও টুঙ্গিপাড়া সরকারি কলেজের অনার্স (বাংলা) শেষ বর্ষের ছাত্রী এবং টুঙ্গিপাড়া উপজেলার নবুখালী গ্রামের দিলিপ গাইনের কন্যা। ঝুমা গাইনের (৪) বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মৃত ঝুমা গাইনের ভাসুর সুকান্ত মন্ডল জানান, তাঁর ছোট ভাই সুব্রত মন্ডল সিঙ্গাপুর প্রবাসী। পাঁচ বছর আগে তাঁর ভাই ও ঝুমার বিয়ে হয়। তাদের প্রজ্ঞা নামের একটি কন্যা সন্তান আছে। গ্রামের বাড়ি শিবপুর মধ্যপাড়ায় তাঁদের বৃদ্ধা মা চঞ্চলা মন্ডল (৬০), ভাইয়ের স্ত্রী ঝুমা ও ভাতিজি প্রজ্ঞা থাকত। মঙ্গলবার রাতে সকলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে বিছনায় ঝুমাকে দেখতে না পেয়ে তাঁর মা খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি দেখতে পান ঘরের আড়ায় গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুমা আত্মহত্যা করেছে। পরে পুলিশ ও এলাকাবাসিকে খবর দেন।

 

মৃত ঝুমা গাইনের বড় ভাই দিপঙ্কর গাইন বলেন, ‘বিভিন্ন কারণে বোনের মৃত্যু আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঝুমা গাইন আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।