সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মাছ লুটের সময় স্থানীয় জনতার হাতে তিন সন্ত্রাসী আটক হয়ে গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার ভোর চারটায় সোনাগাজী সদর ইউনিয়নের দক্ষিণ চরখোন্দকার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও খামার মালিক সূত্রে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জের পাতাকোট এলাকার কামরুল হুজুর ও আবু সুফিয়ানের মালিকানাধীন একটি মৎস্য খামারে ছয়-সাতজনের একটি সন্ত্রাসী দল মাছ লুটের উদ্দেশ্যে হামলা চালায়। এসময় খামারের নিরাপত্তা রক্ষীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মো. জাফর, মো. আবদুল হক ওরফে সুজন এবং মো. সুজনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। তাদের কাছ থেকে প্রায় ৮০ কেজি মাছ উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা তিনজনকে সোনাগাজী মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন। খামার মালিক আবু সুফিয়ান এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।