নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় সোহানুর রহমান (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল হোসেন নামের অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভুলতা গ্রামের সবুর হোসেনের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমার ঘটানাটি নিশ্চিত করে জানান, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওই দুই সদস্য সোহানুর ও নাজমুল মোটরসাইকেল নিয়ে রাতে মহাসড়কে টহলেনিয়োজিত ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন তারা।তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সোহানুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নাজমুল গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছে।