মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে আজ শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡রে বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এর পক্ষ থেকে ৩০ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।
এসকল সুরক্ষা সামগ্রী বিতরণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেণ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা। সময় উপস্থিত ছিলেন কে,আর কলেজের অধ্যক্ষ ও উদয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এল জাকির হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা, গাওলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফকির নজরুল ইসলাম, কোদালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ রফিকুল ইসলাম, আটজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার মোল্লা, উদয়পুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেীধুরী আহসান হাবিব শামীম, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করীম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ইউপি সদস্য মোঃ কামরুল মোল্লা প্রমুখ।
উপজেলার ৭টি ইউনিয়নে বিতরণের জন্য প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সম্পাদক, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব মোল্লাহাট, কাছে উক্ত সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া ঈদুল আযহার আগে ২১ শত পরিবারের মাঝে শেখ হেলাল উদ্দীন এম,পির পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে ।