মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার দুর্ব্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া মোড় থেকে ৪০ পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম (৪০) নামে এক মাদককারবারীকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। আটক তরিকুল ইসলাম যশোর উপশহরের বিরামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম ও সঙ্গীয় অফিসার এএসআই শাহাজাহান হোসেন আটক ব্যক্তির শরীর তল্লাশি করে ইয়াবা উদ্ধার করেন।
এ বিষয়ে নেহালপুর ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।