শফিকুল ইসলাম সাফা,চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে বিধি নিষেধের ১১ তম দিনেও কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন।একই সাথে সেনাবাহিনী সদস্যরা চিতলমারী বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে শক্ত অবস্থানে কাজ করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (১১জুলাই) দুপুরে উপজেলা সদর বাজারও নালুয়া বাজারসহ কয়েকটি এলাকায় সরকারী বিধি নিষেধ ভঙ্গকরার অপরাধে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণার ভ্রম্যমাণ আদালতে বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠানের নামে ৭টি মামলা দায়ের করে ৩হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার জান্নাতুল আফরোজ স্বর্ণা নবধারাকে জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। লকডাউন চলাকালে সরকারি বিধি নিষেধ ভঙ্গকারীদের আইনের আওতায় আনা হবে।