কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুল ইসলামকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মালিহাদ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হামিদুল ইসলাম মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাসদ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল মিরপুর থানার চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিটিং করছিল। এসময় বিএনপি কর্মী মিরাজুল বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। তার গাড়ির হেডলাইট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়ে যায়। এসময় ৬ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে রামদা, তলোয়ার, লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে মিরাজুল থানায় মামলা করলে ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আরও কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, "নাশকতার মামলায় হামিদুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.