Nabadhara
ঢাকাসোমবার , ১২ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ২ দিন ব্যাপি উপকূল বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত

MEHADI HASAN
জুলাই ১২, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

প্রেস ইন্সষ্টিটিউট অব বাংলাদেশ’র (পিআইবি) মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি মো. জাফর ওয়াজেদ বলেছেন, দেশে সাংবাদিকদের সংখ্যা খুব বেশী নয়। মাত্র কয়েক জন সাংবাদিকের লেখনির দিকে তাকিয়ে থাকেন দেশ-বিদেশের শতশত মানুষ। নির্ভুল খবরের অপেক্ষায় চোখ রাখেন গণমাধ্যমে। খুব অল্প কথায় সাধারণ মানুষ সব খবর জানতে চায়। তাই সংবাদের প্রতিটি শব্দই যেন হয় জাগ্রত।
পিআইবি আয়োজিত উপকূল সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনিতে সোমবার সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন তিনি।

গত রোববার অনলাইন প্লাটফর্ম জুমে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩০ জন সাংবাদিক প্রশিক্ষণ নেন। এতে প্রশিক্ষক হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা ও তথ্যচিত্র উপস্থাপন করেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক মো. রফিকুল ইসলাম মন্টু ও পিআইব’র সহকারি প্রশিক্ষক বারেক কায়সার। কর্মশালায় উপকূলীয় বিভিন্ন সমস্যা-সম্ভাবনা, পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতারর কলাকৌশল তুলে ধরা হয়। এতে বাগেরহাট জেলার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেণ প্রথম আলোর বাগেরহাট জেলা প্রতিনিধি ইনজামামুল হক, প্রশিক্ষণে বাগেরহাটের ৯ টি উপজেলার ১৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।