তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। অভিযোগ, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার মদ্যপ অবস্থায় কাজ করেন এবং সাংবাদিকদের ওপর হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
হাসপাতালের কর্মচারীদের দাবি, তিনি নিয়মিত মদ্যপ থাকেন এবং অফিসে অনিয়ম ও খামখেয়ালিপনার রামরাজত্ব চালান। হাসপাতালের তহবিল ও ওষুধের খরচে অনিয়ম, ভূয়া বেতন বিল এবং নিম্নমানের সরঞ্জাম বৈধ দেখানোসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, তিনি রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন ভারপ্রাপ্ত পদে থাকছেন এবং সহকর্মীরা প্রতিবাদ করতে পারছেন না। সাংবাদিকদের উপর হুমকি ও অসৌজন্যমূলক আচরণের কারণে হাসপাতালের পরিবেশ নৈরাজ্যকর হয়ে উঠেছে।
স্থানীয় সংবাদকর্মী এম এ ফয়সাল বলেন, “একজন মাদকাসক্ত কর্মকর্তা কিভাবে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতে পারে এবং একই স্থানে এতদিন থাকবেন তা ভাবার বিষয়।”
এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে, যাতে হাসপাতালের সেবা জনগণের জন্য নিরাপদ ও যথাযথভাবে নিশ্চিত করা যায়।