কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
প্রানঘাতী করোনা (কোভিট-১৯) সংক্রামন বেড়ে যাওয়ায় কচুয়ায় চলছে লকডাউনের ১২তম দিন। আজ নতুন করোনা পজেটিভ রোগী পাওয়া যায় আরও ০৫ জন, একজন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে।। বর্তমান মোট চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ২৮ জন। মোট সুস্থ্য রোগী -১১৬ জন।
১২ জুলাই গত ২৪ ঘন্টায় করোনা (কোভিট-১৯) এর ২১ জনের নমুনা নিয়ে রেপিড এন্টিজেন্টস টেস্ট করে নতুন আরও ৫ জন করোনা পজেটিভ রোগী পাওয়া যায় । এ নিয়ে কচুয়ায় চিকিৎসাধীন করোনা আক্রান্ত (পজেটিভ) রোগীর সংখ্যা দাড়াল ২৮ জন। কচুয়া হাসপাতাল মোট করোনা টেস্টের জন্য ৭৩৬ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ রোগী পাওয়া যায় ১৪৪ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.