Nabadhara
ঢাকাসোমবার , ১২ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে নমুনা দেয়ার ১১ দিন পর রিপোর্ট এলো তিনি করোনা আক্রান্ত

Bayzid Saad
জুলাই ১২, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সাব্বির আহমেদ (জেলা প্রতিনিধি) পিরোজপুরঃ

মহামারি করোনার ভয়াবহ পরিস্থিতে পিরোজপুর জেলা হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর ফলোআপ নমুনা দেয়ার ১১ দিন পরে ‌‌সোমবার দুপুরে মোবাইল এসএমএসের মাধ্যমে রোগীর রিপোর্ট এসেছে তিনি করোনা আক্রান্ত। 

‌ কর্তৃপক্ষের চরম গাফলতি ও উদাসিনতায় ক্ষোভ প্রকাশ করেছেন পিরোজপুরের সচেতন মহল।

এ বিষয়ে সিভিল সার্জন বলেছেন, ফলোআপ রিপোর্ট ঢাকা থেকে এসেছে পিরোজপুর র‌্যাপিড এন্টিজেন ফলোআপ রিপোর্ট দেওয়া হয় না।

জানা গেছে, স্থানীয় এক রোগী ২০ শে জুন পিরোজপুর জেলা হাসপাতালে নমুনা দেওয়ার ২ ঘন্টা পরে পজেটিভ রিপোর্ট আসে। এরপরে তিনি ফলোআপ রিপোর্টের জন্য (৩ জুলাই) শনিবার নমুনা দেন। ১২ জুলাই সোমবার দুপুরে ঐ রোগীর মোবাইলে এস এম এস আসে পজেটিভ। তাতে উল্লেখ করা হয় লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট থেকে ২০২১-০৭-০৯ কোভিড-১৯ নমুনাটি গ্রহণ করেন।

অথচ এই রোগী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্টের তথ্য জানতে চাইলে তারা জানান এ রিপোর্ট ঢাকা থেকে আসবে, যদি নেগেটিভ হয় তাহলে না ও আসতে পারে। অপরদিকে হাসপাতালে নমুনা পরিক্ষার জন্য নির্দিষ্ট কোন কক্ষ নেই। বারান্দায় রোগীদের সামনেই নমুনা সংগ্রহ করা হয়। অনেক রোগী এ অবস্থা দেখে উপজেলা হাসপাতালে নমুনা দেয় বলে ভুক্তভোগীরা জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।