শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
চিতলমারীতে উপজেলা মৎস্য অফিসের এক অভিযানে নিষিদ্ধ ৩৪ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এসময় অলিয়ার রহমান নামের একজন মাছ বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার আদালতে হাজির করলে আদালত আসমীকে ৩ হাজার টাকা আর্থ দন্ড প্রদান করেন।
উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা এস,এম জিল্লুর রহমান রিগান নবধারাকে বলেন, সোমবার ( ১২জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলিগাতী বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে অলিয়ার রহমান নামের একজন মাছ ব্যাবসায়ীর কাছ থেকে ৩৪ কেজি নিষিদ্ধ পিরাণহা মাছ জব্দ করা হয়। এসময় অপর এক মাছ বিক্রেতা পালিয়ে যায়।
আটক মাছ ব্যাবসায়ীকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অলিয়ারকে ৩ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.