Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে নান্দাইলে জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৪ আগস্ট) রাতে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের শিয়ালধরা বাজারে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তেহারুল করিম টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা এমডি মামুন বিন আবদুল মান্নান।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান আরজু, ইদ্রিস আলী খান, পৌর বিএনপি নেতা হাকিমুল ইসলাম, জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল, চন্ডীপাশা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সামাদ খান অঞ্জন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিব হাসান প্রমুখ।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি দাবি করেন, এ কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুশাসন নিশ্চিত হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

 

তিনি আরও বলেন, “আমাকে যদি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয় এবং আপনাদের ভোটে জয়লাভ করি, তাহলে নান্দাইল উপজেলাকে একটি আধুনিক ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে উল্লেখযোগ্য উন্নয়ন করা হবে, বিশেষ করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।”

 

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।