কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারদাড়িয়া গ্রামের মৃত: আ: হামিদ খানের পুত্র বীর মুক্তিযোদ্ধা মো: মারুফ খান (৭৫) হৃদরোগে আক্রন্ত হয়ে গত ১৪ জুলাই সকাল ১১টা ৩০মিনিটে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করেন। (ইন্না লিল্লাহে অ-ইন্না ইলাহে রাজেউন) মৃত্যু কালে তিনি স্ত্রী, ভাই, ভাইর্পো ভাইজি সহ অসংখ্য নাতী নাতনী ও আত্মীয় স্বজন রেখে যান।
আজ ১৪ জুলাই বুধবার বিকাল ৫টায় তাঁকে তারঁ নিজ বাড়ির উঠানে রাষ্টিয় মর্যাদায় গার্ড-অব-অর্নার শেষে তার নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবর স্থানে দাপন করা হয়। রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড-অব-অনার এর সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, কচুয়া থানা অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেখ মো: আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা হাকিম সরদার, বীরমুক্তিযোদ্ধা মো: আবুল কালাম সহ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।