Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

করোনা টিকা কার্যক্রমে সহযোগীতা করছে টুঙ্গিপাড়া রোভার স্কাউট

Bayzid Saad
জুলাই ১৫, ২০২১ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

 টুঙ্গিপাড়ায় সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে টিকা কার্যক্রম এগিয়ে নিতে দায়িত্ব পালন করছে বাংলাদেশ রোভার স্কাউট টুঙ্গিপাড়া ইউনিট এর স্বেচ্ছাসেবীরা। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন কেন্দ্রে দক্ষ স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যকর্মীদের সহায়ক হয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে।
 প্রতিদিন কারো না কারো উপকার করা- এই বিশ্বাস ধারণ করে স্বেচ্ছাসেবী হিসেবে করোনাকালে চিকিৎসা সহযোগী হিসেবে যুক্ত হয়ে ভ্যাকসিন কার্যক্রমে নিরলস কাজ করে যাচ্ছেন বাংলাদেশ রোভার স্কাউট টুঙ্গিপাড়া ইউনিটের সদস্যরা।
টুঙ্গিপাড়া রোভার স্কাউট এর আর এস এল প্রদীপ কুমার বিশ্বাস জানান, বাংলাদেশ স্কাউট টুঙ্গিপাড়া রোভার স্কাউট ইউনিট এর ১০ সদস্যের স্বেচ্ছাসেবী এভাবেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন কেন্দ্রে। প্রতিদিন ১০ সদস্যের একটি দল সেবা দিয়ে যাচ্ছে। সেবার তাগিদে আমরা নিজেদেরকে উজার করে দিয়েছি।
 টিকাদান কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা জানান, বাংলাদেশ রোভার স্কাউট টুঙ্গিপাড়া ইউনিটের সদস্যরা ভ্যাকসিন দিতে আসা নারী-পুরুষদের দাঁড়িয়ে থেকে সাহায্য করে, শৃঙ্খলা বজায় রাখছেন এসব স্বেচ্ছাকর্মীরা। তাদের জন্য আমারদের কাজ আরো সহজ হয়ে গিয়েছে।
টুঙ্গিপাড়া রোভার স্কাউট ইউনিট এর সহকারী রোভার মেট রাকিব চৌধুরী বলেন, টুঙ্গিপাড়া রোভার স্কাউট স্বেচ্ছাসেবীরা শুধু ভ্যাকসিন প্রোগ্রামের সাথে নয় করোনাকালীন সময়ে মানুষকে সচেতনতার জন্য মাইকিং, ত্রাণ বিতরণ, কম্বল বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করেছে। মানব সেবার ব্রত নিয়ে টুঙ্গিপাড়া রোভার স্কাউটের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে চলেছে। যে কোন দুর্যোগ কিংবা মহামারিতে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা স্কাউটের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে বাংলাদেশ রোভার স্কাউট টুঙ্গিপাড়া ইউনিট। দিন শেষে সেবাগ্রহীতার অমলিন তৃপ্তির হাসিটুকুই আমাদের একমাত্র অনুপ্রেরণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।